ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল Logo নরেন্দ্র মোদিকে খুনের হুমকি Logo যাত্রাবাড়ীতে ফের হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা Logo বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত Logo সাম্প্রদায়িক উসকানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকাতে হবে: মামুনুল হক Logo ঝালকাঠিতে সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা Logo চীন সরকারের আমন্ত্রণে, চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধিরা Logo ১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিভারপুলের জয় Logo ২০০ টাকার হিসাব দিতে না পারায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর Logo কর ফাঁকির ২ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

নিশো-মেহজাবীন দেখলেন বিয়ের আয়োজনে কুকুরের জন্মদিন

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্কঃ গ্রাম থেকে ঢাকায় এসে বিস্ময়ের সীমানা নেই তাদের। যেদিকেই চোক যায় সেখানেই বিস্ময়। এখানকার মানুষ, ঘরবাড়ি, জীবজন্তু; সবই অন্যরকম। চেনার আমেজে অচেনা হয়ে আছে।

গ্রামের এই সরল মানুষ দুটির কাছে রাজধানী ঢাকাকে মনে হয়, আলাদা একটি দেশ। গ্রাম থেকে শহরে আসা সেই দুই মানুষ হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নতুন এক নাটকে তারা এমন চরিত্রে ধরা দেবেন। নাটকের নাম ‘নির্বাসন’। এখানে তারা দম্পতি। নিশো এক পরিচিতের বাড়ির কেয়ারটেকারের চাকরি নিয়ে শহরে আসেন। তারপরই শুরু বিস্মিত হবার পালা।

তাদের ধারণা ছিলো, পৃথিবীর সব মানুষই তাদের মতো! কিন্তু তারা ঢাকায় এসে তাদের সেই ধারণা যে ভুল তার প্রমাণ পেলো। নিশো-মেহজাবীন-

দম্পতি যেদিন নিজ চোখে দেখে এই শহরে কুকুরের জন্মদিনও পালন করা হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে- সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায়।

সিএমভি’র ব্যানারে এই গল্পের নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। শুটিং শেষ হলো চলতি সপ্তাহে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এই শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি।

আমরা যারা এই শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল। এরচেয়ে বিশেষ কিছু নয়। এটাই এই গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে। একইসঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে: মির্জা ফখরুল

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নিশো-মেহজাবীন দেখলেন বিয়ের আয়োজনে কুকুরের জন্মদিন

আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

বিনোদন ডেস্কঃ গ্রাম থেকে ঢাকায় এসে বিস্ময়ের সীমানা নেই তাদের। যেদিকেই চোক যায় সেখানেই বিস্ময়। এখানকার মানুষ, ঘরবাড়ি, জীবজন্তু; সবই অন্যরকম। চেনার আমেজে অচেনা হয়ে আছে।

গ্রামের এই সরল মানুষ দুটির কাছে রাজধানী ঢাকাকে মনে হয়, আলাদা একটি দেশ। গ্রাম থেকে শহরে আসা সেই দুই মানুষ হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

নতুন এক নাটকে তারা এমন চরিত্রে ধরা দেবেন। নাটকের নাম ‘নির্বাসন’। এখানে তারা দম্পতি। নিশো এক পরিচিতের বাড়ির কেয়ারটেকারের চাকরি নিয়ে শহরে আসেন। তারপরই শুরু বিস্মিত হবার পালা।

তাদের ধারণা ছিলো, পৃথিবীর সব মানুষই তাদের মতো! কিন্তু তারা ঢাকায় এসে তাদের সেই ধারণা যে ভুল তার প্রমাণ পেলো। নিশো-মেহজাবীন-

দম্পতি যেদিন নিজ চোখে দেখে এই শহরে কুকুরের জন্মদিনও পালন করা হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে- সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায়।

সিএমভি’র ব্যানারে এই গল্পের নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। শুটিং শেষ হলো চলতি সপ্তাহে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এই শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি।

আমরা যারা এই শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল। এরচেয়ে বিশেষ কিছু নয়। এটাই এই গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হবে। একইসঙ্গে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।