পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে করতোয়া নদীর পাড় হতে অজ্ঞাত এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের অমরপুর আমতলারাজার পাড়ডাঙ্গা গুচ্ছগ্রাম হতে যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,সদর উপজেলার আমতলা রাজারপাড় ডাঙ্গা নির্জন এলাকার করতোয়া নদীর ধারে এক যুবকের লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায় কয়েকজন। পরে তারা পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামাল হোসেন জানান, অমরপুর আমতলা রাজারপাড় ডাঙ্গা গুচ্ছগ্রামের (আশ্রয়ণ প্রকল্প) করতোয়া নদীর ধারে এক নির্জন এলাকা হতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছি।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের পর লাশের আসল পরিচয় জানা যাবে। তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রাজ্জাক নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে।