ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম

জনশূন্য রাজধানী কর্মদিবসেও করোনা আতঙ্কে:

  স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস আতঙ্কে কর্মদিবসেও রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে নেই যানবাহন। শুধু তা-ই নয়, অলিগলিতেও নেই মানুষের শোরগোল। এ যেন রূপকথার সাজানো গল্প।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী, আগারগাঁও, মিরপুর, শ্যামলী, পান্থপথ, কারওয়ানবাজার, মতিঝিলসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, কর্মদিবসে রাজধানীর যে পথগুলো পাড়ি দিতে যানজটে দীর্ঘ সময় লাগত এখন সেখানে কোনো যানজট নেই। আতঙ্কের কারণে গণপরিবহনেও যাত্রী কমেছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মো. সাইফুল ইসলাম জানান, মিরপুর থেকে মতিঝিলে যেতে গণপরিবহনে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা। সেখানে আজ সময় লেগেছে ৩৫ মিনিট। অবিশ্বাস্য মনে হচ্ছে।

তিনি বলেন, নিজস্ব পরিবহন নেই তাই জীবনের ঝুঁকি নিয়েই গণপরিবহনেই অফিস করতে হচ্ছে। তবে সড়কে যানজট কম থাকায় অল্পসময়ের মধ্যেই অফিস থেকে বাসায় আসা-যাওয়া করা যাচ্ছে।

শেওড়াপাড়ার ফুটপাতের ব্যবসায়ী জয়নাল জানান, দোকান সাজিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে না। সারাদিন বেচা-কেনায় দিনের খরচ উঠছে না। এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে।

তিনি বলেন, সড়কে মানুষ নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দোকানে বনি হয়নি। অথচ অন্য সময় এ সময় পর্যন্ত দুই থেকে তিন হাজার টাকা বিক্রি হতো।

ঈদের ছুটির মতো ফাঁকা রাজধানীজুড়ে এখন করোনা ভাইরাস আতঙ্ক। আতঙ্কের কারণে মানুষ অনেকটাই গৃহবন্দি হয়ে পড়েছেন। গণপরিবহনে জনসমাগম এড়াতে রিকশায় করে গন্তব্যস্থলে যাচ্ছেন অনেকে।

অন্যদিকে ২৫ মার্চ থেকে শপিং মল ও মার্কেটগুলো বন্ধ হয়ে গেলে রাজধানী আরও ফাঁকা হয়ে যাবে। চিরচেনা ঢাকা অচেনা রূপে পরিণত হবে।

ট্যাগস

নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

জনশূন্য রাজধানী কর্মদিবসেও করোনা আতঙ্কে:

আপডেট সময় ০৫:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০

  স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস আতঙ্কে কর্মদিবসেও রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে নেই যানবাহন। শুধু তা-ই নয়, অলিগলিতেও নেই মানুষের শোরগোল। এ যেন রূপকথার সাজানো গল্প।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী, আগারগাঁও, মিরপুর, শ্যামলী, পান্থপথ, কারওয়ানবাজার, মতিঝিলসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, কর্মদিবসে রাজধানীর যে পথগুলো পাড়ি দিতে যানজটে দীর্ঘ সময় লাগত এখন সেখানে কোনো যানজট নেই। আতঙ্কের কারণে গণপরিবহনেও যাত্রী কমেছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মো. সাইফুল ইসলাম জানান, মিরপুর থেকে মতিঝিলে যেতে গণপরিবহনে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা। সেখানে আজ সময় লেগেছে ৩৫ মিনিট। অবিশ্বাস্য মনে হচ্ছে।

তিনি বলেন, নিজস্ব পরিবহন নেই তাই জীবনের ঝুঁকি নিয়েই গণপরিবহনেই অফিস করতে হচ্ছে। তবে সড়কে যানজট কম থাকায় অল্পসময়ের মধ্যেই অফিস থেকে বাসায় আসা-যাওয়া করা যাচ্ছে।

শেওড়াপাড়ার ফুটপাতের ব্যবসায়ী জয়নাল জানান, দোকান সাজিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে না। সারাদিন বেচা-কেনায় দিনের খরচ উঠছে না। এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে।

তিনি বলেন, সড়কে মানুষ নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দোকানে বনি হয়নি। অথচ অন্য সময় এ সময় পর্যন্ত দুই থেকে তিন হাজার টাকা বিক্রি হতো।

ঈদের ছুটির মতো ফাঁকা রাজধানীজুড়ে এখন করোনা ভাইরাস আতঙ্ক। আতঙ্কের কারণে মানুষ অনেকটাই গৃহবন্দি হয়ে পড়েছেন। গণপরিবহনে জনসমাগম এড়াতে রিকশায় করে গন্তব্যস্থলে যাচ্ছেন অনেকে।

অন্যদিকে ২৫ মার্চ থেকে শপিং মল ও মার্কেটগুলো বন্ধ হয়ে গেলে রাজধানী আরও ফাঁকা হয়ে যাবে। চিরচেনা ঢাকা অচেনা রূপে পরিণত হবে।