ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে চলমান গুঞ্জনের জবাবে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই নির্বাচনে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ নেই।সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক অফিসিয়াল পোস্টে এই তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সেনাবাহিনী আরও উল্লেখ করে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র। তারা এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা আশা করি, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে।

সবশেষে, নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।

ট্যাগস

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

আপডেট সময় ১২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে চলমান গুঞ্জনের জবাবে বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই নির্বাচনে তাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ নেই।সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক অফিসিয়াল পোস্টে এই তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সেনাবাহিনী আরও উল্লেখ করে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র। তারা এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা আশা করি, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে।

সবশেষে, নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471