গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে চালক ও মালিক নিহত হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ো আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে মহানগরীর দাক্ষিণখান (আক্কাস মার্কেট) এলাকায় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান দুর্ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূর্বপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে ড্রাম ট্রাক চালক উজ্জ্বল হোসেন (৪২) এবং ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর (কামাড় পাড়া) এলাকার শাহ আলমের ছেলে ড্রাম ট্রাক মালিক বাবুল হোসেন (৫৫)। নিহেতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর মহানগরীর দাক্ষিণ খান এলাকায় পৌছেলে একটি ড্রাম ট্রাক রেল ক্রসিং অতিক্রম করছিল। এসময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক চালকসহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ট্রাক মালিক বাবুল হোসেনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চালক উজ্জ্বল মিয়াকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।