আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সুতিকাগার সেই চীনের হুবেই প্রদেশে টানা পঞ্চম দিনের মতো নতুন আক্রান্ত কোনো রোগী নেই। অথচ হুবেই ও এই প্রদেশের গুরুত্বপূর্ণ শহর উহান ছিল আক্রান্ত এবং মৃত্যুর শীর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের এই অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বের জন্য এখন দৃষ্টান্ত।
সোমবার (২৩ মার্চ) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় চীনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। নতুন আক্রান্ত ৩৯ জন। তবে হুবেইতে কোনো নতুন আক্রান্ত বা মৃত্যু নেই।
নতুন আক্রান্তদের সবাই চীনের বাইরের ব্যক্তি। চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৩ জন। মোট মৃত্যু ৩২৭০ জন। এর মধ্যে শুধু হুবেই প্রদেশে মৃত্যু ৩১৫১ জন। আর সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭২ হাজার ৭০৩ জন।
এদিকে বিশ্বব্যাপী মোট আক্রান্ত তিন লাখ ৩০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের। মোট মৃত্যুর দিক দিয়ে শীর্ষে আছে ইতালি (প্রায় সাড়ে ৫ হাজার)। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা ১৯২।