তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে তাদের আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি।
আজ (২০ অক্টোবর) সোমবার সেখানে অনুষ্ঠিত হচ্ছে বৃহত্তর শিক্ষক মহাসমাবেশ। শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ।
রোববার (১৯ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে জানান, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। সরকার যদি আমাদের দাবি না মানে, আগামীকাল থেকে দেশের কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করবেন না।
তিনি আরও বলেন, প্রশাসনিক কাজ, পরীক্ষার দায়িত্ব ও অফিস ফাইল—সবকিছু বন্ধ থাকবে। শিক্ষা উপদেষ্টা আমাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তার প্রতি আমাদের আস্থা নেই। প্রয়োজনে এই আন্দোলন জাতীয়করণের এক দফায় রূপ নেবে।
অন্যদিকে, আন্দোলনের মধ্যে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আংশিক বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে রোববার সকালে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১২ অক্টোবর শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এরপর থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

স্টাফ রিপোটার : 





















