ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ ‘জঙ্গি’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে পৃথক অভিযানে ১৩ জন কথিত ‘জঙ্গি’কে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় ঘটে এবং ধ্বংস করা হয় জঙ্গিদের একাধিক আস্তানা।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় পরিচালিত এক অভিযানে নয় জন জঙ্গি নিহত ও আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি), লেভিস ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালাকান্দে জঙ্গিদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করা হয়।

আইএসপিআর-এর দাবি অনুযায়ী, নিহত জঙ্গিরা ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী’র সদস্য। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, বেলুচিস্তানের কালাত জেলায় চালানো আরও একটি অভিযানে চারজন ‘জঙ্গি’ নিহত হয়। এদেরও ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে একটি ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর। এখানেও অভিযানের সময় ব্যাপক গুলি বিনিময় হয় এবং অভিযানের শেষে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।

এছাড়া, খাইবার পাখতুনখওয়ার মালিকশাহী এলাকায় একটি ড্রোন হামলায় ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ ঘটনায় আরও একজন নারী এবং একটি শিশু আহত হয়েছে। তবে ড্রোন হামলাটি কে বা কারা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পাকিস্তান কর্তৃপক্ষ।

এ প্রদেশেরই আপার সাউথ ওয়াজিরিস্তান এলাকায় পৃথক দু’টি ঘটনায় সাত পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে দুইজন সাব-ইন্সপেক্টর (এসআই) রয়েছেন। তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

পাকিস্তানে সম্প্রতি জঙ্গি হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান জোরদার করেছে। তবে এসব অভিযানে ‘ভারতীয় সংযোগ’ তুলে ধরার বিষয়ে বিতর্কও রয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ ‘জঙ্গি’ নিহত

আপডেট সময় ০৪:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে পৃথক অভিযানে ১৩ জন কথিত ‘জঙ্গি’কে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় ঘটে এবং ধ্বংস করা হয় জঙ্গিদের একাধিক আস্তানা।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় পরিচালিত এক অভিযানে নয় জন জঙ্গি নিহত ও আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি), লেভিস ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালাকান্দে জঙ্গিদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করা হয়।

আইএসপিআর-এর দাবি অনুযায়ী, নিহত জঙ্গিরা ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী’র সদস্য। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, বেলুচিস্তানের কালাত জেলায় চালানো আরও একটি অভিযানে চারজন ‘জঙ্গি’ নিহত হয়। এদেরও ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে একটি ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর। এখানেও অভিযানের সময় ব্যাপক গুলি বিনিময় হয় এবং অভিযানের শেষে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।

এছাড়া, খাইবার পাখতুনখওয়ার মালিকশাহী এলাকায় একটি ড্রোন হামলায় ঘটনাস্থলে এক নারী নিহত হন। এ ঘটনায় আরও একজন নারী এবং একটি শিশু আহত হয়েছে। তবে ড্রোন হামলাটি কে বা কারা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পাকিস্তান কর্তৃপক্ষ।

এ প্রদেশেরই আপার সাউথ ওয়াজিরিস্তান এলাকায় পৃথক দু’টি ঘটনায় সাত পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে দুইজন সাব-ইন্সপেক্টর (এসআই) রয়েছেন। তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

পাকিস্তানে সম্প্রতি জঙ্গি হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান জোরদার করেছে। তবে এসব অভিযানে ‘ভারতীয় সংযোগ’ তুলে ধরার বিষয়ে বিতর্কও রয়েছে।

সূত্র: রয়টার্স


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471