গাজীপুরের বাসন থানার বাড়ীয়ালী নলজানী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি চাপাতি, ৩টি ছুরি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে পৌনে ২টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- শেরপুর জেলার কুত্তামারা গ্রামের মোস্তফা (৪২), একই জেলার বাইটকামারী গ্রামের মাইক্রোবাস চালক সারোয়ার জাহান শান্ত, পলাশীয়া গ্রামের নূর মোহাম্মদ (৩৪), তাওয়াকুছা গ্রামের সাইদুর রহমান (২৫), রাজবাড়ী জেলার ভবানীপুর গ্রামের ফারুক শেখ (৪৮), যশোরের বাউসা গ্রামের সেলিম (৪৫) ও ময়মনসিংহের চামন্ত্রী আশ্রমপাড়া গ্রামের জুয়েল (২৭)।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) সদস্যরা গেল রাত পৌনে ২টায় বাসন থানাধীন বাড়ীয়ালী নলজানী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ডাকাতির প্রস্তুতিকালে মোস্তফাসহ সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তিনি।