ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ হেরে রেফারিকে দুষলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০১:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫০ Time View

হারের পর রেফারিকে দোষারোপ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ম্যাচটা হেরেছে ১-০ ব্যবধানে। এসপানিওলের হয়ে ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেছেন কার্লোস রোমেরো। 

খুব একটা গোনায় না থাকা সেই এস্পানিওলের কাছেই হোঁচট খেয়েছে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরো জয়সূচক একমাত্র গোলটি করেন। এমন হারের পর রেফারিকে দোষারোপ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, গোলের আগে লাল কার্ড পাওয়ার মতো ফাউল করেও বেঁচে গিয়েছিলেন রোমেরো। রেফারির লাল কার্ড দেখানোর কোনো ব্যাখ্যা হয় না।

তিনি আরও বলেন, রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ব্যাখ্যার কিছু নেই। সবাই দেখেছে কী ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেলোয়াড়ের সুরক্ষা নিশ্চিত করা। সে জায়গায় পরিষ্কার একটা ফাউল হলো। খুবই কুৎসিত। সৌভাগ্যবশত খারাপ কিছু ঘটেনি। কিন্তু এটা দেখার জন্য ভিএআর ছিল। এ ঘটনায় লাল কার্ড না দেখানোটা আমাদের কাছে ব্যাখ্যাতীত।

এমবাপ্পেকে করা ফাউল যে খুব বাজে ছিল, সেটা স্বীকার করেছেন রোমেরোও। ম্যাচ শেষে ডিএজেডএনকে তিনি বলেন, ‘আমি জানতাম, তখন এমবাপ্পে যেভাবে দৌড়াচ্ছিল, থামানো অসম্ভব। যে কারণে থামাতে যেভাবে চ্যালেঞ্জ করা দরকার ছিল, আমি সেটাই করেছি। কিছুটা কুৎসিতই ছিল সেটা। ব্যাপারটা আমার নিজেরও ভালো লাগেনি। আমি এমবাপ্পের কাছে দুঃখপ্রকাশ করেছি।’

রিয়াল মাদ্রিদ কোচ অবশ্য রেফারির আরও একটি সিদ্ধান্ত নিয়ে পরোক্ষে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল এমবাপ্পের ফাউলের কারণে বাতিল করা হয়েছিল। এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল, দ্বিতীয়ার্ধে আমরা সুযোগও তৈরি করেছি। একটা গোল আবার বাতিল হয়ে গেছে, বল বারেও লেগেছে।’

ট্যাগস

ম্যাচ হেরে রেফারিকে দুষলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

আপডেট সময় ০১:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

হারের পর রেফারিকে দোষারোপ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ ম্যাচটা হেরেছে ১-০ ব্যবধানে। এসপানিওলের হয়ে ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেছেন কার্লোস রোমেরো। 

খুব একটা গোনায় না থাকা সেই এস্পানিওলের কাছেই হোঁচট খেয়েছে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরো জয়সূচক একমাত্র গোলটি করেন। এমন হারের পর রেফারিকে দোষারোপ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, গোলের আগে লাল কার্ড পাওয়ার মতো ফাউল করেও বেঁচে গিয়েছিলেন রোমেরো। রেফারির লাল কার্ড দেখানোর কোনো ব্যাখ্যা হয় না।

তিনি আরও বলেন, রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ব্যাখ্যার কিছু নেই। সবাই দেখেছে কী ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেলোয়াড়ের সুরক্ষা নিশ্চিত করা। সে জায়গায় পরিষ্কার একটা ফাউল হলো। খুবই কুৎসিত। সৌভাগ্যবশত খারাপ কিছু ঘটেনি। কিন্তু এটা দেখার জন্য ভিএআর ছিল। এ ঘটনায় লাল কার্ড না দেখানোটা আমাদের কাছে ব্যাখ্যাতীত।

এমবাপ্পেকে করা ফাউল যে খুব বাজে ছিল, সেটা স্বীকার করেছেন রোমেরোও। ম্যাচ শেষে ডিএজেডএনকে তিনি বলেন, ‘আমি জানতাম, তখন এমবাপ্পে যেভাবে দৌড়াচ্ছিল, থামানো অসম্ভব। যে কারণে থামাতে যেভাবে চ্যালেঞ্জ করা দরকার ছিল, আমি সেটাই করেছি। কিছুটা কুৎসিতই ছিল সেটা। ব্যাপারটা আমার নিজেরও ভালো লাগেনি। আমি এমবাপ্পের কাছে দুঃখপ্রকাশ করেছি।’

রিয়াল মাদ্রিদ কোচ অবশ্য রেফারির আরও একটি সিদ্ধান্ত নিয়ে পরোক্ষে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল এমবাপ্পের ফাউলের কারণে বাতিল করা হয়েছিল। এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল, দ্বিতীয়ার্ধে আমরা সুযোগও তৈরি করেছি। একটা গোল আবার বাতিল হয়ে গেছে, বল বারেও লেগেছে।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471