ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষককে মারধর, ছাত্রদল নেতাকে গ্রেপ্তাদের দাবিতে সড়ক অবরোধ

নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় স্কুলের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষ চাঁদা দাবি করছিলেন। তারা বাড়ি নির্মাণ কাজের সামগ্রী সরবরাহ করতে চাচ্ছিল কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি।

বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাতনামারা শিক্ষক ময়নাল হোসেনের উপর হামলা করে। এ সময় শিক্ষককে ও তার ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই অংশ হিসেবে, রোববার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল ঘোষকে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে সড়কে নামে। এ সময় শিক্ষার্থীরা গাছের খণ্ড, টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস

শিক্ষককে মারধর, ছাত্রদল নেতাকে গ্রেপ্তাদের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় স্কুলের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষ চাঁদা দাবি করছিলেন। তারা বাড়ি নির্মাণ কাজের সামগ্রী সরবরাহ করতে চাচ্ছিল কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি।

বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাতনামারা শিক্ষক ময়নাল হোসেনের উপর হামলা করে। এ সময় শিক্ষককে ও তার ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই অংশ হিসেবে, রোববার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল ঘোষকে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে সড়কে নামে। এ সময় শিক্ষার্থীরা গাছের খণ্ড, টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471