ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
আত্রাই নদীর বাঁধ থেকে ড্রেজার মেশিনে বালু  উত্তোলন 

নওগাঁয় হুমকিতে শতাধিক গ্রাম  

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে ।  নদীতে শক্তিশালী মেশিন বসিয়ে বাঁধের নিচ থেকে বালু টেনে তোলায়  হুমকিতে পড়েছে নদী সুরক্ষা বাঁধ ও ফসলি জমি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে নিয়ম নীতির তোয়াক্কা করছে না বালু ব্যবসায়ীরা ।

এসবের প্রতিবাদ করলে উল্টো তাদের কে মারপিট সহ নানা ভাবে হয়রানী করার অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা । প্রতিকার চেয়ে   এলাকা বাসী মানব বন্ধন সহ প্রশাসনে লিখিত আবেদন করেছে । প্রশাসনের পুরনো আশ্বাস নীতিমালা না মানলে ব্যবস্থা নেওয়া ।

নদীর বুক চিরে বসেছে শক্তিশালী ড্রেজার মেশিন। তোলা হচ্ছে বালু । নদী সুরক্ষা বাঁধ আর ফসলী জমির নিচ থেকে বালু টেনে আনছে এসব মেশিন। এক সাথে একাধিক মেশিনের বালু তোলার এ প্রতিযোগিতায় ধ্বাসে পড়ছে নদী সুরক্ষা তীর নষ্ট হচ্ছে ফসলি জমি ।নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর একাধিক পয়েন্ট থেকে বিরামহীন  চলছে বালু তোলার এ কর্মযজ্ঞ। নদী থেকে বেপরোয়া মাটি ও বালির এ বাণিজ্য র প্রতিবাদে স্থানীয় প্রশাসনে একাধিক অভিযোগের দেওয়ার সাথে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে ক্ষতিগ্রস্থরা ।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে নদীর বাঁধ অথবা ফসলি জমি থেকে বালি ও মাটি কেটে তোলা যাবে না। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে নদীতে অসংখ্য ডেজার মেশিন বসিয়ে বাঁধের একেবারে তীর ঘেষে  মাটি কেটে তোলায় আবাসিক এলাকা ও বাঁধ হমকির মধ্যে পড়ার কথা বলছে ভুক্তভুগীরা ।

মহাদেবপুর শেরপুর গ্রামের প্রবীণ এক ব্যাক্তি বলেন আমার ৪ বিঘা জমি ছিল নদীর ধারে এখনমাত্র ১০ কাটার মতো রয়েছে ।অপর আরজন বলেন আওয়ামীলীগের লোকজন এসব বালু উত্তোলন করতো । এখন আবার বিএনপির লোকজন নিয়ন্ত্রন করছে । তারা নদীর বাঁধ কেটে নষ্ট করছে । এলাকায় ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে । এসবের প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করে ।জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলায় চলছে বালু তোলার  প্রতিযোগিতা।

এতে অন্তত ২০ টি পয়েন্টে আত্রাই নদীর বাঁধ রয়েছে ঝুঁকিতে। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন প্রশাসনের দুর্বলনীতির কারণে পরিবেশ ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী ।তবে বালু ব্যবসায়ীদের যুক্তি নদী থেকে বালু তোলায় ড্রেজিং  নাব্যতা ফিরবে ।

নওগাঁ নদী রক্ষা কমিটি সভাপতি খন্দকার রেজাউর রহমান টুকু বলেন আমরা লক্ষ করছি বালু মহাল লিজ দেওয়ার নামে প্রশাসন পরিবেশ বিপন্ন করছে । প্রশাসনের ভুমিকা খুব দুর্বল কারন তারা সেখান থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের সহায়তা করছে । মহাদেবপুর মহিষবাথান পয়েন্টের বালু মহল লীজ গ্রহিতা  মো: জাহাঙ্গীর আলম বলেন আমরা চেষ্টা করছি বাঁধ বা বাসিন্দাদের জমি ক্ষতি না করে বালু উত্তোলন করা ।

নীতিমালা লংঘন করে মাটি ও বালু তোলা বন্ধে  ক্ষতিগ্রস্থ  বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  প্রশাসনের এ কর্মকর্তাদের ।

পানি উন্নয়ন বোর্ড নওগাঁ নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুর রহমান- তিনি বলেন আমি বাঁধের এলাকা পর্যবেক্ষন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো । মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান- বলেন আমি বিষয়টি দেখে বালু মহালের জায়গা বাদ দিয়ে অন্য কোথাও থেকে তোলা হলে আইনগত ব্যবস্থা নিবো ।

জেলায় রয়েছে ছোট বড় ৭ টি নদী।  বাঁধ সুরক্ষা সহ অন্তত ১০ টি বিধি নিষেধ সাপেক্ষ নদী থেকে বালু তোলার  দরপত্র প্রদান করে স্থানীয় প্রশাসন । ২০২৩/ ২৪ অর্থ বছরে মহাদেবপুরে আত্রাই নদী থেকে ২ কোটি ২৩ লাখ টাকায় বালু তোলার আদেশ পায়  মালেকা পারভিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্টান।

 

 

ট্যাগস

আত্রাই নদীর বাঁধ থেকে ড্রেজার মেশিনে বালু  উত্তোলন 

নওগাঁয় হুমকিতে শতাধিক গ্রাম  

আপডেট সময় ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে ।  নদীতে শক্তিশালী মেশিন বসিয়ে বাঁধের নিচ থেকে বালু টেনে তোলায়  হুমকিতে পড়েছে নদী সুরক্ষা বাঁধ ও ফসলি জমি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে নিয়ম নীতির তোয়াক্কা করছে না বালু ব্যবসায়ীরা ।

এসবের প্রতিবাদ করলে উল্টো তাদের কে মারপিট সহ নানা ভাবে হয়রানী করার অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা । প্রতিকার চেয়ে   এলাকা বাসী মানব বন্ধন সহ প্রশাসনে লিখিত আবেদন করেছে । প্রশাসনের পুরনো আশ্বাস নীতিমালা না মানলে ব্যবস্থা নেওয়া ।

নদীর বুক চিরে বসেছে শক্তিশালী ড্রেজার মেশিন। তোলা হচ্ছে বালু । নদী সুরক্ষা বাঁধ আর ফসলী জমির নিচ থেকে বালু টেনে আনছে এসব মেশিন। এক সাথে একাধিক মেশিনের বালু তোলার এ প্রতিযোগিতায় ধ্বাসে পড়ছে নদী সুরক্ষা তীর নষ্ট হচ্ছে ফসলি জমি ।নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর একাধিক পয়েন্ট থেকে বিরামহীন  চলছে বালু তোলার এ কর্মযজ্ঞ। নদী থেকে বেপরোয়া মাটি ও বালির এ বাণিজ্য র প্রতিবাদে স্থানীয় প্রশাসনে একাধিক অভিযোগের দেওয়ার সাথে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে ক্ষতিগ্রস্থরা ।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে নদীর বাঁধ অথবা ফসলি জমি থেকে বালি ও মাটি কেটে তোলা যাবে না। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করে নদীতে অসংখ্য ডেজার মেশিন বসিয়ে বাঁধের একেবারে তীর ঘেষে  মাটি কেটে তোলায় আবাসিক এলাকা ও বাঁধ হমকির মধ্যে পড়ার কথা বলছে ভুক্তভুগীরা ।

মহাদেবপুর শেরপুর গ্রামের প্রবীণ এক ব্যাক্তি বলেন আমার ৪ বিঘা জমি ছিল নদীর ধারে এখনমাত্র ১০ কাটার মতো রয়েছে ।অপর আরজন বলেন আওয়ামীলীগের লোকজন এসব বালু উত্তোলন করতো । এখন আবার বিএনপির লোকজন নিয়ন্ত্রন করছে । তারা নদীর বাঁধ কেটে নষ্ট করছে । এলাকায় ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে । এসবের প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করে ।জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলায় চলছে বালু তোলার  প্রতিযোগিতা।

এতে অন্তত ২০ টি পয়েন্টে আত্রাই নদীর বাঁধ রয়েছে ঝুঁকিতে। নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন প্রশাসনের দুর্বলনীতির কারণে পরিবেশ ঝুঁকিতে পড়ছে এলাকাবাসী ।তবে বালু ব্যবসায়ীদের যুক্তি নদী থেকে বালু তোলায় ড্রেজিং  নাব্যতা ফিরবে ।

নওগাঁ নদী রক্ষা কমিটি সভাপতি খন্দকার রেজাউর রহমান টুকু বলেন আমরা লক্ষ করছি বালু মহাল লিজ দেওয়ার নামে প্রশাসন পরিবেশ বিপন্ন করছে । প্রশাসনের ভুমিকা খুব দুর্বল কারন তারা সেখান থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের সহায়তা করছে । মহাদেবপুর মহিষবাথান পয়েন্টের বালু মহল লীজ গ্রহিতা  মো: জাহাঙ্গীর আলম বলেন আমরা চেষ্টা করছি বাঁধ বা বাসিন্দাদের জমি ক্ষতি না করে বালু উত্তোলন করা ।

নীতিমালা লংঘন করে মাটি ও বালু তোলা বন্ধে  ক্ষতিগ্রস্থ  বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  প্রশাসনের এ কর্মকর্তাদের ।

পানি উন্নয়ন বোর্ড নওগাঁ নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুর রহমান- তিনি বলেন আমি বাঁধের এলাকা পর্যবেক্ষন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো । মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান- বলেন আমি বিষয়টি দেখে বালু মহালের জায়গা বাদ দিয়ে অন্য কোথাও থেকে তোলা হলে আইনগত ব্যবস্থা নিবো ।

জেলায় রয়েছে ছোট বড় ৭ টি নদী।  বাঁধ সুরক্ষা সহ অন্তত ১০ টি বিধি নিষেধ সাপেক্ষ নদী থেকে বালু তোলার  দরপত্র প্রদান করে স্থানীয় প্রশাসন । ২০২৩/ ২৪ অর্থ বছরে মহাদেবপুরে আত্রাই নদী থেকে ২ কোটি ২৩ লাখ টাকায় বালু তোলার আদেশ পায়  মালেকা পারভিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্টান।

 

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471