মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (১৫ নভেম্বর) সকালে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন— হাজি কুদ্দুস মোল্লার ছেলে তাইজুল মোল্লা (২৯), জয়নদ্দিন শেখের ছেলে খলিল মোল্লা (২৬), শাহাবুদ্দিন শেখের ছেলে এনামুল (২৫), আজাহার শেখের ছেলে ইয়াছিন শেখ (২৫)। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অস্ত্র নিয়ে কয়েকজন লোক এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।