ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় নকল ওষুধ কারখানার সন্ধান, পরিচালককে কারাদণ্ড Logo ডিবিসির সাংবাদিক সাজুর উপর হামলাকারী কনক কে ১০ দিনেও আটক করতে পারেনি পুলিশ Logo ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ Logo পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo নওগাঁ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে মারধর Logo পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা Logo ৫ বছর পর দেশে এসেছেন শাবানা Logo নুরাল পাগলের কবর ভাঙচুরে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার Logo মার্কিন বাণিজ্যে শুল্ক ছাড় পাচ্ছে মিত্র দেশগুলো, ট্রাম্পের নতুন আদেশ Logo বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অভিযোগে নির্মল চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে প্রাকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় স্বামীকে ছাড়িয়ে নিতে আসলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে অভিযুক্ত মুদি দোকানি আব্দুল সালামকে আটক করে পুলিশ।

নির্যাতনের শিকার নির্মল চন্দ্র দাস বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। তিনি কাউরিয়া বাজারের স্ত্রী ও এক সন্তানকে নিয়ে একটি ঘরে ভাড়া থেকে কাঠমিস্ত্রির কাজ করেন।

নির্মল চন্দ্র দাসের স্ত্রী রূপা দাস অভিযোগ করে বলেন, ‘সকাল ৮টার দিকে কাউরিয়া বাজারের মুদি দোকানি আব্দুল সালাম আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যান।

এরপর তার দোকানে নিয়ে গিয়ে মারধর করেন। পরে স্বামীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর বাড়ির সামনে নিয়ে যান সালাম। সেখানে নিয়ে গিয়ে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে আবারও মারধর করতে থাকেন।’

তিনি আরও বলেন, ‘এ সময় স্বামীকে ছেড়ে দিতে আমি অনুরোধ জানাই। সালামের হাত-পাও ধরি। আমার আকুতি তিনি শোনেননি। উল্টো ধাক্কা দিয়ে আমাকে কয়েক বার তিনি ফেলে দেন।

মারধরের কারণ জানতে চাইলে সালাম বলেন, তোর স্বামী দোকান থেকে দুই প্যাকেট বেনসন সিগারেট চুরি করেছে। এ কারণে তার বিচার করছি। চুরির জন্য তোর স্বামীকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। ওই টাকা দিয়ে তোরা সাত দিনের মধ্যে এই এলাকা ছাড়বি।’

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মুদি দোকানি আব্দুল সালাম বলেন, ‘নির্মল চন্দ্র দাস সকালে আমার দোকান থেকে দুই প্যাকেট বেনসন সিগারেট চুরি করে নিয়ে যায়। পরে তাকে ডেকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে হয়েছে। তাকে নির্যাতন করা হয়নি।’

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার দাস বলেন, ‘দুপুর ৩টার দিকে ঘটনার কথা জানতে পেরে ওই এলাকায় একদল পুলিশ পাঠানো হয়।

পরে পুলিশের দলটি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে ব্যবসায়ী আব্দুস সালামকে আটক করে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি নির্যাতনের ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ট্যাগস

নওগাঁয় নকল ওষুধ কারখানার সন্ধান, পরিচালককে কারাদণ্ড

সিগারেট চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় ০৫:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অভিযোগে নির্মল চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে প্রাকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় স্বামীকে ছাড়িয়ে নিতে আসলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে অভিযুক্ত মুদি দোকানি আব্দুল সালামকে আটক করে পুলিশ।

নির্যাতনের শিকার নির্মল চন্দ্র দাস বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। তিনি কাউরিয়া বাজারের স্ত্রী ও এক সন্তানকে নিয়ে একটি ঘরে ভাড়া থেকে কাঠমিস্ত্রির কাজ করেন।

নির্মল চন্দ্র দাসের স্ত্রী রূপা দাস অভিযোগ করে বলেন, ‘সকাল ৮টার দিকে কাউরিয়া বাজারের মুদি দোকানি আব্দুল সালাম আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যান।

এরপর তার দোকানে নিয়ে গিয়ে মারধর করেন। পরে স্বামীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর বাড়ির সামনে নিয়ে যান সালাম। সেখানে নিয়ে গিয়ে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে আবারও মারধর করতে থাকেন।’

তিনি আরও বলেন, ‘এ সময় স্বামীকে ছেড়ে দিতে আমি অনুরোধ জানাই। সালামের হাত-পাও ধরি। আমার আকুতি তিনি শোনেননি। উল্টো ধাক্কা দিয়ে আমাকে কয়েক বার তিনি ফেলে দেন।

মারধরের কারণ জানতে চাইলে সালাম বলেন, তোর স্বামী দোকান থেকে দুই প্যাকেট বেনসন সিগারেট চুরি করেছে। এ কারণে তার বিচার করছি। চুরির জন্য তোর স্বামীকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। ওই টাকা দিয়ে তোরা সাত দিনের মধ্যে এই এলাকা ছাড়বি।’

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মুদি দোকানি আব্দুল সালাম বলেন, ‘নির্মল চন্দ্র দাস সকালে আমার দোকান থেকে দুই প্যাকেট বেনসন সিগারেট চুরি করে নিয়ে যায়। পরে তাকে ডেকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে হয়েছে। তাকে নির্যাতন করা হয়নি।’

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার দাস বলেন, ‘দুপুর ৩টার দিকে ঘটনার কথা জানতে পেরে ওই এলাকায় একদল পুলিশ পাঠানো হয়।

পরে পুলিশের দলটি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে ব্যবসায়ী আব্দুস সালামকে আটক করে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি নির্যাতনের ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471