মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মিজাজ মিয়া (৫০) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাড়ি ফিরে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা যায়।
শনিবার (২৬ জুন) সকালে উপজেলার পৌর শহরের মিশন রোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিজাজ পৌর শহরের সোনামিয়া রোডের পাহারাদার ছিলেন।
তার স্ত্রী মাজেদা বেগম বলেন, ‘আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সঙ্গে আমার স্বামী ঝুলে আছেন।’
তিনি আরো বলেন, ‘আমার স্বামী অনেক রাগ করতেন। কারো কথা শুনতেন না। জেদ করেই গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন। তিনি দুই বছর ধরে পাহারাদের কাজ করছেন।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

নিউজ ভিশন টুডে ডেস্ক : 
























