ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বীর-মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুড়িগ্রামে বীর-মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে তার নিজ বাসভবন থেকে মরদেহ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্দোগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। এসময় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সকল শ্রেণি পেশার মানুষ এক মিনিট নিরবতা পালনসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে তার মরদেহ মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে নেয়া হলে সেখানে গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার গ্রামের বাড়ী সদর উপজেলার ঘোগাদহে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাযা নামাজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, চিলমারী উপজেলা চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী, বীর প্রতিক আব্দুল হাইসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল মুক্তিযুদ্ধের আগে তৎকালীন কুড়িগ্রাম মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পাশাপাশি ৬ নং সেক্টরে সক্রিয় ভাবে যুদ্ধে অংশ গ্রহন করেন।

তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী, সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নিবেদীত প্রাণ ব্যক্তি হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এই বর্ষিয়ান নেতা। তিনি হার্ট ও কিডনিসহ বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন।

বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের প্রয়াণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

ট্যাগস

কুড়িগ্রামে বীর-মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট সময় ০৭:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে তার নিজ বাসভবন থেকে মরদেহ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্দোগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। এসময় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সকল শ্রেণি পেশার মানুষ এক মিনিট নিরবতা পালনসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে তার মরদেহ মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে নেয়া হলে সেখানে গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার গ্রামের বাড়ী সদর উপজেলার ঘোগাদহে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাযা নামাজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, চিলমারী উপজেলা চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী, বীর প্রতিক আব্দুল হাইসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল মুক্তিযুদ্ধের আগে তৎকালীন কুড়িগ্রাম মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পাশাপাশি ৬ নং সেক্টরে সক্রিয় ভাবে যুদ্ধে অংশ গ্রহন করেন।

তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী, সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নিবেদীত প্রাণ ব্যক্তি হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন এই বর্ষিয়ান নেতা। তিনি হার্ট ও কিডনিসহ বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন।

বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের প্রয়াণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471