আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে ৫০ ইসলামপন্থি জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী।
মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, সকালেও বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা আরও তিন জঙ্গিকে হত্যা করেছে তারা। সেনাবাহিনীর অনুপ্রবেশ-বিরোধী অভিযানে এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫০ জন সন্ত্রাসী নিহত হলো। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা জঙ্গিদের উৎপাতে অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাম্বাজা এলাকায় অভিযান চালিয়েছে। কারণ সেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে এই জঙ্গিদের হত্যা করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশে ইসলামপন্থি জঙ্গি এবং সেখানকার খনিজ সম্পদে বেশি অংশীদারিত্বের দাবিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী উভয়ই সক্রিয়।
রয়টার্স স্বাধীনভাবে এই নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
স্বাধীন বিশ্লেষক ও জঙ্গি গোষ্ঠীগুলোর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই জঙ্গি নিহতের সংখ্যা বাড়িয়ে বলে। তবে সেনাবাহিনী তাদের দাবি অস্বীকার করেছে।