গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলায় প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফ।
রোববার গাজার আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, এ হামলায় আনাস আল শরিফসহ অন্তত সাতজন নিহত হন। নিহতদের মধ্যে আরও ৫ জন সাংবাদিক রয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ওই সময় তারা হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালাচ্ছিল এবং আনাস আল শরিফ হামাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের অভিযোগ, তিনি ইসরায়েলি সেনা ও দখলদার বাহিনীর ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছিলেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে, এ ঘটনায় ফিলিস্তিনের বহু সাংবাদিক ও গণমাধ্যমকর্মী তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধকালীন সুরক্ষার নীতির স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের প্রতি তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।