ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পার নওগাঁয় সন্ত্রাসী কর্মকান্ডের হোতা সোহাগ কে আটক করে জেল হাজতে প্রেরন

নওগাঁয় ধারালো অস্ত্রের আঘাতে এক নারী সহ ৩ জন আহত করার অন্যতম আসামী মো: সোহাগ হোসেন (৪৫) কে জেল হাজতে প্রেরন করেছেন।

মামলার বিবরণে জানা যায়, নওগাঁর পার নওগাঁ হাজি পাড়া মহল্লার বাসিন্দা শাহনাজ বেগম। তার প্রতিবেশী সবুজ হোসেন (৪০) ও । দীর্ঘ দিন থেকে ডিপের পানি নিয়ে শাহনাজ সহ এলাকার অনেকের সাথে বিরোধ চলছিল। সম্প্রতি আকাশের বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা তৈরী হয়।
এ কারণে সাধারণ মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে। এ সমস্যা দুর করতে শাহনাজের ছেলে আরিফুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী স্বর্না ৩ আগষ্ট জলাবদ্ধ পানি কেটে বের করার চেষ্টা করে।এ সময় সবুজ ও তার পিতা মাতা সহ আরো অন্তত ৭/৮ জন ধারালো হাসুয়া, চাকু ছোড়া, চা পাতি নিয়ে অতর্কিত হামলা চালায় আরিফুল ও তার স্ত্রীর উপর।কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী কায়দায় বেপরোয়া হামলায় মারাত্বক জখম হয়।আসামীদের হাতে থাকা ধারালো অস্ত্রের কারণে আরিফুলের হাত, বুক সহ শরীরের বিভিন্ন অংশ কেটে বড় বড় গর্তের সৃষ্টি হয়।এ ছাড়া স্বর্না বেগমকে বেপরোয়া কোপানোর ফলে শরীরের একাধিক জায়গায় কেটে যায়।তাদের উদ্ধারের চেষ্টা করলে সাবিত (২৫) কে মারাত্বক জখম করে।

এ ঘটনায় শাহনাজ পারভিন বাদি হয়ে পরদিন ৪ আগষ্ট নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সোহগ ও সবুজ সহ আরো ৫ জন কে আসামী করেন। গত ৭ আগষ্ট এ মামলায় আদালতে জামিন আবেদন করেন সোহাগ সহ অপর ৩ জন। নওগাঁ সদর ১ নং আমলী আদালতের বিচারক মো: তৌহিদুর রহমান ৩ জনের জামিন মুঞ্জুর করেন।

তবে সোহাগ ও সবুজের জামিন আবেদন না মুনজুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। এ সময় সোহাগ  আদালতে উপস্থিত থাকায় তাজে জেল হাজতে নেওয়া হয়। অপর আসামী সবুজ পলাতক রয়েছে বলে জানায় এ মামলার আইনজীবি শওকত হোসেন ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

পার নওগাঁয় সন্ত্রাসী কর্মকান্ডের হোতা সোহাগ কে আটক করে জেল হাজতে প্রেরন

আপডেট সময় ০৯:৪৫:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নওগাঁয় ধারালো অস্ত্রের আঘাতে এক নারী সহ ৩ জন আহত করার অন্যতম আসামী মো: সোহাগ হোসেন (৪৫) কে জেল হাজতে প্রেরন করেছেন।

মামলার বিবরণে জানা যায়, নওগাঁর পার নওগাঁ হাজি পাড়া মহল্লার বাসিন্দা শাহনাজ বেগম। তার প্রতিবেশী সবুজ হোসেন (৪০) ও । দীর্ঘ দিন থেকে ডিপের পানি নিয়ে শাহনাজ সহ এলাকার অনেকের সাথে বিরোধ চলছিল। সম্প্রতি আকাশের বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা তৈরী হয়।
এ কারণে সাধারণ মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে। এ সমস্যা দুর করতে শাহনাজের ছেলে আরিফুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী স্বর্না ৩ আগষ্ট জলাবদ্ধ পানি কেটে বের করার চেষ্টা করে।এ সময় সবুজ ও তার পিতা মাতা সহ আরো অন্তত ৭/৮ জন ধারালো হাসুয়া, চাকু ছোড়া, চা পাতি নিয়ে অতর্কিত হামলা চালায় আরিফুল ও তার স্ত্রীর উপর।কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী কায়দায় বেপরোয়া হামলায় মারাত্বক জখম হয়।আসামীদের হাতে থাকা ধারালো অস্ত্রের কারণে আরিফুলের হাত, বুক সহ শরীরের বিভিন্ন অংশ কেটে বড় বড় গর্তের সৃষ্টি হয়।এ ছাড়া স্বর্না বেগমকে বেপরোয়া কোপানোর ফলে শরীরের একাধিক জায়গায় কেটে যায়।তাদের উদ্ধারের চেষ্টা করলে সাবিত (২৫) কে মারাত্বক জখম করে।

এ ঘটনায় শাহনাজ পারভিন বাদি হয়ে পরদিন ৪ আগষ্ট নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সোহগ ও সবুজ সহ আরো ৫ জন কে আসামী করেন। গত ৭ আগষ্ট এ মামলায় আদালতে জামিন আবেদন করেন সোহাগ সহ অপর ৩ জন। নওগাঁ সদর ১ নং আমলী আদালতের বিচারক মো: তৌহিদুর রহমান ৩ জনের জামিন মুঞ্জুর করেন।

তবে সোহাগ ও সবুজের জামিন আবেদন না মুনজুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। এ সময় সোহাগ  আদালতে উপস্থিত থাকায় তাজে জেল হাজতে নেওয়া হয়। অপর আসামী সবুজ পলাতক রয়েছে বলে জানায় এ মামলার আইনজীবি শওকত হোসেন ।