ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের ১৪ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ফের শিশুসহ ১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কালুপাড়া সীমান্তবর্তী সাতআনা গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপম চাকমার নেতৃত্বে একটি দল ভোরে নিয়মিত টহলে ছিল। এ সময় সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে ১৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটকরা হলেন—

মো. বাদশা মিয়া (২০), মো. ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), বাবু শিকদার (১৭), নুপুর খানম (২২), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), প্রিয়া শিকদার (২৬), ববিতা সিকদার (৩৫), দুলি বেগম (৪০), শিশু সুমা মোল্লা (৪), রায়হান মোল্লা (৪), মোছা. আশিকা (৪) ও ফাতেমা শেখ (৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে প্রবেশ করেন। চারজন পুরুষ রাজমিস্ত্রি এবং সাতজন নারী বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশের সিআইডি শাখা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

শুক্রবার দুপুরে তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় ।

উল্লেখ্য, এর আগে গত ৩১ জুলাই ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকা দিয়ে ১০ বাংলাদেশিকে দেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের ১৪ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ফের শিশুসহ ১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কালুপাড়া সীমান্তবর্তী সাতআনা গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপম চাকমার নেতৃত্বে একটি দল ভোরে নিয়মিত টহলে ছিল। এ সময় সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে ১৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটকরা হলেন—

মো. বাদশা মিয়া (২০), মো. ইমরান গাজী (৩৪), নাজমুল হাসান (২৪), বাবু শিকদার (১৭), নুপুর খানম (২২), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), প্রিয়া শিকদার (২৬), ববিতা সিকদার (৩৫), দুলি বেগম (৪০), শিশু সুমা মোল্লা (৪), রায়হান মোল্লা (৪), মোছা. আশিকা (৪) ও ফাতেমা শেখ (৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে প্রবেশ করেন। চারজন পুরুষ রাজমিস্ত্রি এবং সাতজন নারী বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশের সিআইডি শাখা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

শুক্রবার দুপুরে তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় ।

উল্লেখ্য, এর আগে গত ৩১ জুলাই ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত এলাকা দিয়ে ১০ বাংলাদেশিকে দেশে ঠেলে দিয়েছিল বিএসএফ।