যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার দিন, ওই বিমানটি রোগী ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল। ডুয়েল প্রোপেলারের এই ছোট উড়োজাহাজটি নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়। এতে বিমানটির চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালাচ্ছে। তাদের আশা, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ উদঘাটন করা সম্ভব হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করা যায়। তথ্যসূত্র : সিএনএন