নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সেলিনা হায়াৎ আইভীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।