ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি

ভারত–পাকিস্তান সংঘাত যেন আশীর্বাদ হয়ে এসেছে মুস্তাফিজের জন্য।স্থগিত হওয়া আইপিএল পরিবর্তিত সূচিতে আবার শুরুর আগে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লী ।তার দামও উঠেছে চোখ ধাঁধানো উচ্চতায়।

আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই তাঁদের দেশে ফিরে গেছেন।

দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে–পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

রেকর্ড ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি

আপডেট সময় ০৭:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ভারত–পাকিস্তান সংঘাত যেন আশীর্বাদ হয়ে এসেছে মুস্তাফিজের জন্য।স্থগিত হওয়া আইপিএল পরিবর্তিত সূচিতে আবার শুরুর আগে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দিল্লী ।তার দামও উঠেছে চোখ ধাঁধানো উচ্চতায়।

আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই তাঁদের দেশে ফিরে গেছেন।

দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তাঁর জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে–পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি।