ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ২ জনকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁর পোরশায় একই পরিবারের ভাই-বোনকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে টাঙ্গাইলের সখীপুর থানার বয়রাতৈল ইউনিয়নের বেটুয়া পশ্চিমপাড়ার এক ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুবকের নাম নুরুন্নবী (৩৫)। তিনি উপজেলার বানমহন গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার গবিরাকুড়ি কদুপনা পাড়ায় দীর্ঘদিন বসবাস করে আসছিলেন অভিযুক্ত যুবক নুরুন্নবী। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। বিভিন্ন কাজে পার্শ্ববর্তী পোরশা পূর্ববাড়ি পাড়ার মৃত তোফাজ্জল হোসেন শাহের বাড়িতে মাঝেমধ্যেই আসা-যাওয়া করতেন তিনি।

চলতি বছরের ৭ এপ্রিল তোফাজ্জল হোসেন শাহের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা ঘরের জানালা খুলে মেঝেতে তোফাজ্জলের মেয়ে রেজিয়া খাতুনের (৫৮) মরদেহ পড়ে থাকতে থাকতে দেখতে পান ও দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে পার্শ্ববর্তী কক্ষে তার ভাই নুর মোহাম্মদ ওরফে নুরের (৫৫) মরদেহও দেখতে পান।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে জানালে তিনি থানায় খবর দেন। পুলিশের একটি তদন্ত টিম রাতেই ঘটনাস্থলে আসেন।

পরে এ ঘটনায় একইদিন নিহতদের বড়ভাই ফজলে আহম্মেদ শাহ্ পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত যুবক।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ্ আলম জানান, গ্রেপ্তারের পর দুই ভাই-বোনকে কীভাবে হত্যা করেন তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন অভিযুক্ত যুবক। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ছুরি, দড়িসহ বেশকিছু আলামত সংগ্রহ করা হয়।

তিনি আরো জানান, বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনের জন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করা হবে। এছাড়া এই জোড়া হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁয় ২ জনকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নওগাঁর পোরশায় একই পরিবারের ভাই-বোনকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে টাঙ্গাইলের সখীপুর থানার বয়রাতৈল ইউনিয়নের বেটুয়া পশ্চিমপাড়ার এক ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুবকের নাম নুরুন্নবী (৩৫)। তিনি উপজেলার বানমহন গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার গবিরাকুড়ি কদুপনা পাড়ায় দীর্ঘদিন বসবাস করে আসছিলেন অভিযুক্ত যুবক নুরুন্নবী। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। বিভিন্ন কাজে পার্শ্ববর্তী পোরশা পূর্ববাড়ি পাড়ার মৃত তোফাজ্জল হোসেন শাহের বাড়িতে মাঝেমধ্যেই আসা-যাওয়া করতেন তিনি।

চলতি বছরের ৭ এপ্রিল তোফাজ্জল হোসেন শাহের বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা ঘরের জানালা খুলে মেঝেতে তোফাজ্জলের মেয়ে রেজিয়া খাতুনের (৫৮) মরদেহ পড়ে থাকতে থাকতে দেখতে পান ও দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে পার্শ্ববর্তী কক্ষে তার ভাই নুর মোহাম্মদ ওরফে নুরের (৫৫) মরদেহও দেখতে পান।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে জানালে তিনি থানায় খবর দেন। পুলিশের একটি তদন্ত টিম রাতেই ঘটনাস্থলে আসেন।

পরে এ ঘটনায় একইদিন নিহতদের বড়ভাই ফজলে আহম্মেদ শাহ্ পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত যুবক।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ্ আলম জানান, গ্রেপ্তারের পর দুই ভাই-বোনকে কীভাবে হত্যা করেন তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন অভিযুক্ত যুবক। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ছুরি, দড়িসহ বেশকিছু আলামত সংগ্রহ করা হয়।

তিনি আরো জানান, বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনের জন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করা হবে। এছাড়া এই জোড়া হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।