ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর আত্রাই নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (৯ মার্চ) দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াজেদ(১৭) ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মা বাবাকে ডিভোর্স দিয়। সে তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ী এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে যেয়ে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে যেয়ে সে নৌকা ডুবে যায় ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়, স্থানীয়রা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন এধরনের খবর পাওয়া গেছে, অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁর আত্রাই নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৪:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (৯ মার্চ) দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াজেদ(১৭) ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মা বাবাকে ডিভোর্স দিয়। সে তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ী এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে যেয়ে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে যেয়ে সে নৌকা ডুবে যায় ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়, স্থানীয়রা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন এধরনের খবর পাওয়া গেছে, অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।