ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলার ৪ আসামি ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তারা হলেন- সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়।

এর আগে, ২ মার্চ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় এই চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে ৯ এপ্রিলের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর ইন্ধন যুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগকর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে। ওই আসামিদেরও এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন।

ট্যাগস

আবু সাঈদ হত্যা মামলার ৪ আসামি ট্রাইব্যুনালে

আপডেট সময় ১১:৫১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তারা হলেন- সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়।

এর আগে, ২ মার্চ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় এই চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে ৯ এপ্রিলের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, আবু সাঈদ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর ইন্ধন যুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগকর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে। ওই আসামিদেরও এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন।