ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রীর ‍বিরুদ্ধে দুদকের মামলা

৯ কোটি ২৮ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ‍্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, নূরুল মজিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, তার নিজ নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও অর্থপাচার প্রতিরোধ আইনের ধারায় একটি মামলা করা হয়েছে।

নাদিরা মাহমুদের বিরুদ্ধে মামলায় তার স্বামীকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে— স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস

সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রীর ‍বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৬:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

৯ কোটি ২৮ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ‍্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, নূরুল মজিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, তার নিজ নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও অর্থপাচার প্রতিরোধ আইনের ধারায় একটি মামলা করা হয়েছে।

নাদিরা মাহমুদের বিরুদ্ধে মামলায় তার স্বামীকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে— স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।