ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে ’জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর

বান্দরবানে রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে বিএনপির অফিস। জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যানার। ভেঙে ফেলা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শহরের কালাঘাটা বড়ুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতারা অভিযোগ করছেন, আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতে অফিসের তালা ভেঙে ভাঙচুর করেছে।

বড়ুয়ার টেক এলাকার স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদল উশৃঙ্খল লোক বিএনপির কার্যালয়টি ভাঙচুর করে। পরে কে বা কারা ব্যানারে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার বেশ কয়েকজন ভিডিও ধারণ করছিল।

কালাঘাটা এলাকার বিএনপির সভাপতি মো. নবী হোসেন অসাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাতে অফিস ভাঙচুর করেছে। আওয়ামী সরকারের আমলে এলাকায় একচেটিয়া দাপট দেখিয়েছে কাউন্সিলর অজিত দাশ। এলাকায় বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা নির্যাতন দখল সবকিছুই করেছে অজিত। তার সমর্থিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে বিএনপি অফিস ভাঙচুর করেছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযুক্তদের তালিকা দেওয়া হয়েছে বলে তারা জানান। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারো বক্তব্য নেওয়া যায়নি।

পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানিয়েছেন, ঘটনাটিকে তারা গুরুত্বের সাথে দেখছেন এবং দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এ ঘটনা কে ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে।

ট্যাগস

বান্দরবানে ’জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর

আপডেট সময় ০৪:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

বান্দরবানে রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে বিএনপির অফিস। জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যানার। ভেঙে ফেলা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শহরের কালাঘাটা বড়ুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতারা অভিযোগ করছেন, আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতে অফিসের তালা ভেঙে ভাঙচুর করেছে।

বড়ুয়ার টেক এলাকার স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদল উশৃঙ্খল লোক বিএনপির কার্যালয়টি ভাঙচুর করে। পরে কে বা কারা ব্যানারে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার বেশ কয়েকজন ভিডিও ধারণ করছিল।

কালাঘাটা এলাকার বিএনপির সভাপতি মো. নবী হোসেন অসাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাতে অফিস ভাঙচুর করেছে। আওয়ামী সরকারের আমলে এলাকায় একচেটিয়া দাপট দেখিয়েছে কাউন্সিলর অজিত দাশ। এলাকায় বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা নির্যাতন দখল সবকিছুই করেছে অজিত। তার সমর্থিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে বিএনপি অফিস ভাঙচুর করেছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযুক্তদের তালিকা দেওয়া হয়েছে বলে তারা জানান। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারো বক্তব্য নেওয়া যায়নি।

পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানিয়েছেন, ঘটনাটিকে তারা গুরুত্বের সাথে দেখছেন এবং দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। তারা এ ঘটনা কে ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে।