বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, ২৩ মার্চ মধ্যরাতে মেহেরপুর থেকে আফজালকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৫ মার্চ তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে যুবদল নেতা শামীম মারা যান। আহত হন অনেকে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।