ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সংস্কার বিহীন নির্বাচন মানে আরেকটি ফ্যাসিবাদ  কায়েম করা  – মুনিরা শারমিন Logo ঈদের দিন নওগাঁ সদর হাসপাতালে রোগীদের মাঝে তরুণদের মিষ্টান্ন বিতরণ Logo ৪১ লাখ সিমধারী ঈদের ছুটিতে দুদিনে ঢাকা ছেড়েছেন Logo বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি Logo নাটোরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত Logo আরো ৫০ হাজার টন চাল কেনা হবে ভারত থেকে Logo ক্লাব ফুটবল খেলতে যুক্তরাজ্য ফিরে গেলেন হামজা চৌধুরী Logo লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খা‌লেদা জিয়া Logo সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে: প্রধান উপদেষ্টা Logo ভোলায় ৫ জলদস্যু আটক; ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার

শুটিং করতে গিয়ে আহত বরুণ ধওয়ান!

আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত বরুণ ধওয়ান। হৃষীকেশে সেই ছবির শুটিং করতে গিয়েই জখম হলেন বলিউড অভিনেতা। জানা গিয়েছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পরই তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। সমাজমাধ্যমে জখম আঙুলের ছবি দিয়ে তাই বরুণ জানতে চেয়েছেন, আঙুল সারতে কত দিন সময় লাগবে?

উল্লেখ্য, মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলেই চোট পেয়েছিলেন বরুণ। গভীর ক্ষত হওয়ায় অনেক রক্তপাত হয়েছিল তাঁর। সেই সময়েও শুটিং বন্ধ করেননি তিনি। এ দিনও চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফ ঘষতে দেখা যায় তাঁকে। চোট পাওয়া আঙুল ফুলে লাল! সেই ছবিও অভিনেতা ভাগ করে নিয়েছেন।

২২ মার্চ থেকে হৃষীকেশে নায়িকা পূজা হেগড়ের সঙ্গে তাঁদের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং শুরু করেছেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়েই সেখানকার নানা ছবি, ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। ছবিতে কখনও দেখা গিয়েছে তাঁরা নতুন চারাগাছ লাগাচ্ছেন। ভিডিয়োতে ধরা পড়েছে গঙ্গারতির মুহূর্ত। ছবি ভাগ করে বরুণ-পূজা উভয়েই লিখেছেন, “নতুন ছবির শুটিং শুরু হল। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আপনারা শুভেচ্ছা জানাবেন।” খবর, নব্বইয়ের দশকের রোমান্টিক কমেডি ঘরানায় ছবিটি তৈরি হচ্ছে।

ট্যাগস

সংস্কার বিহীন নির্বাচন মানে আরেকটি ফ্যাসিবাদ  কায়েম করা  – মুনিরা শারমিন

শুটিং করতে গিয়ে আহত বরুণ ধওয়ান!

আপডেট সময় ০২:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত বরুণ ধওয়ান। হৃষীকেশে সেই ছবির শুটিং করতে গিয়েই জখম হলেন বলিউড অভিনেতা। জানা গিয়েছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। দুর্ঘটনার পরই তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। সমাজমাধ্যমে জখম আঙুলের ছবি দিয়ে তাই বরুণ জানতে চেয়েছেন, আঙুল সারতে কত দিন সময় লাগবে?

উল্লেখ্য, মাসখানেক আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলেই চোট পেয়েছিলেন বরুণ। গভীর ক্ষত হওয়ায় অনেক রক্তপাত হয়েছিল তাঁর। সেই সময়েও শুটিং বন্ধ করেননি তিনি। এ দিনও চিকিৎসার পাশাপাশি আঙুলে বরফ ঘষতে দেখা যায় তাঁকে। চোট পাওয়া আঙুল ফুলে লাল! সেই ছবিও অভিনেতা ভাগ করে নিয়েছেন।

২২ মার্চ থেকে হৃষীকেশে নায়িকা পূজা হেগড়ের সঙ্গে তাঁদের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং শুরু করেছেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে উভয়েই সেখানকার নানা ছবি, ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। ছবিতে কখনও দেখা গিয়েছে তাঁরা নতুন চারাগাছ লাগাচ্ছেন। ভিডিয়োতে ধরা পড়েছে গঙ্গারতির মুহূর্ত। ছবি ভাগ করে বরুণ-পূজা উভয়েই লিখেছেন, “নতুন ছবির শুটিং শুরু হল। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আপনারা শুভেচ্ছা জানাবেন।” খবর, নব্বইয়ের দশকের রোমান্টিক কমেডি ঘরানায় ছবিটি তৈরি হচ্ছে।