ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ভোক্তার অভিযান, ২ দোকানে ১ লাখ টাকা জরিমানা

ভোক্তা সংরক্ষন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যেগে নওগাঁয় বিপনি বিতান ও পোশাকের দোকানে অভিযান চালানো হয়েছে । এ সময় বিভিন্ন অসংগতি প্রমান পাওয়ায় ২ দোকানে ১ লাখ টাকা জরিমনা করেছে ।

বৃহস্পতিবার(২০ মার্চ)দুপুরে শহরের ব্রীজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় শিলামনি নামক একটি পোশাকের দোকানে অতিরিক্ত দাম লিখে রাখা ও দেশী পোশাক বিদেশী বলে প্রতানার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । অপরদিকে আসমান বিগ বাজার নামে একটি শো রুমে অভিযান কালে সেখানেও পণ্যর দর বেশি লিখে রাখা ও দেশী পণ্য বিদেশী বলে চালানোর অভিযোগ ৫০ হাজার টাকা জরিমনা করা হয় ।

ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে বলে জানায় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় ভোক্তার অভিযান, ২ দোকানে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ভোক্তা সংরক্ষন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যেগে নওগাঁয় বিপনি বিতান ও পোশাকের দোকানে অভিযান চালানো হয়েছে । এ সময় বিভিন্ন অসংগতি প্রমান পাওয়ায় ২ দোকানে ১ লাখ টাকা জরিমনা করেছে ।

বৃহস্পতিবার(২০ মার্চ)দুপুরে শহরের ব্রীজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় শিলামনি নামক একটি পোশাকের দোকানে অতিরিক্ত দাম লিখে রাখা ও দেশী পোশাক বিদেশী বলে প্রতানার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । অপরদিকে আসমান বিগ বাজার নামে একটি শো রুমে অভিযান কালে সেখানেও পণ্যর দর বেশি লিখে রাখা ও দেশী পণ্য বিদেশী বলে চালানোর অভিযোগ ৫০ হাজার টাকা জরিমনা করা হয় ।

ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে বলে জানায় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ।