ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি ডেকুয়েন

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৬৩৮ Time View

মারা গেছেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে তার পরিবার। জানা যায়, রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে একটি হাসপাতালে তিনি মারা যান।তিনি অ্যাড্রিনোকর্টিক্যাল কার্সিনোমায় ভুগছেন, যা অ্যাড্রিনাল গ্রন্থির একটি বিরল ক্যান্সার।

দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। ১৯৮১ সালের ২৯শে আগস্ট জন্মগ্রহণকারী এমিলি বেলজিয়ামের বাউডোরের মিউজিক অ্যান্ড স্পোকেন ওয়ার্ড একাডেমিতে ছোটবেলা থেকেই নাটক নিয়ে লেখাপড়া করতেন। তিনি ১২ বছর বয়সে লা রিলেভ থিয়েটার দলে যোগ দেন।

মাত্র ১৭ বছর বয়সে এমিলি দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত ‘রোসেত্তা’ সিনেমায় অভিনয় করেন।

মদ্যপ মায়ের সঙ্গে একটি ক্যারাভানে বসবাসকারী, এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রের জন্য ১৯৯৯ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

তার অন্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ ইত্যাদি।

গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। ২০২৪ সাল ছিল কানে তার পুরস্কার পাওয়ার ২৫তম বার্ষিকীও। এ ছাড়া উৎসবে তিনি ডিজাস্টার সিনেমা ‘সারভাইভার’-এর প্রচারেও অংশ নেন। এটাই ছিল প্রকাশ্যে তার সর্বশেষ উপস্থিতি।

উল্লেখ্য, ২০২৩ সালে এমিলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘মিস্টার ব্লেক অ্যাট ইয়োর সার্ভিস’ মুক্তি পায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

মারা গেলেন কানজয়ী অভিনেত্রী এমিলি ডেকুয়েন

আপডেট সময় ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মারা গেছেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে তার পরিবার। জানা যায়, রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠে একটি হাসপাতালে তিনি মারা যান।তিনি অ্যাড্রিনোকর্টিক্যাল কার্সিনোমায় ভুগছেন, যা অ্যাড্রিনাল গ্রন্থির একটি বিরল ক্যান্সার।

দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। ১৯৮১ সালের ২৯শে আগস্ট জন্মগ্রহণকারী এমিলি বেলজিয়ামের বাউডোরের মিউজিক অ্যান্ড স্পোকেন ওয়ার্ড একাডেমিতে ছোটবেলা থেকেই নাটক নিয়ে লেখাপড়া করতেন। তিনি ১২ বছর বয়সে লা রিলেভ থিয়েটার দলে যোগ দেন।

মাত্র ১৭ বছর বয়সে এমিলি দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত ‘রোসেত্তা’ সিনেমায় অভিনয় করেন।

মদ্যপ মায়ের সঙ্গে একটি ক্যারাভানে বসবাসকারী, এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রের জন্য ১৯৯৯ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

তার অন্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ ইত্যাদি।

গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। ২০২৪ সাল ছিল কানে তার পুরস্কার পাওয়ার ২৫তম বার্ষিকীও। এ ছাড়া উৎসবে তিনি ডিজাস্টার সিনেমা ‘সারভাইভার’-এর প্রচারেও অংশ নেন। এটাই ছিল প্রকাশ্যে তার সর্বশেষ উপস্থিতি।

উল্লেখ্য, ২০২৩ সালে এমিলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘মিস্টার ব্লেক অ্যাট ইয়োর সার্ভিস’ মুক্তি পায়।