সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে উল্লাপাড়ার চরঘাটিনা রেল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতু খাতুন উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায় মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে তিনি পড়ালেখা করতেন। উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল রিতু।
স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে মেয়েটি নিজেই রেললাইনের উপর মাথা দিয়ে শুয়ে ছিলো। ভোরে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন চরঘাটিনা রেলগেট নামক স্থানে পৌঁছালে রেল লাইনে শুয়ে থাকা মেয়েটির মাথা দেহ থেকে বিছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। লাশ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।