চিকিৎসক সংকটে নওগাঁয় ব্যাহত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা সেবা। জেলা সদর সহ ১১ উপজেলায় ৩১৯ চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র ৯৪ জন। এ ছাড়া মাত্র ১ জন চিকিৎসক দিয়ে চলছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা নিতে আসা রোগীরা সরকারী হাসাতালে সেবা না পেয়ে ভীর করছেন প্রাইভেট ক্লিনিকে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন চিকিৎসক চেয়ে মন্ত্রনালয়ে দেওয়া হচ্ছে বারবার তাগাদা।
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় সাড়ে ৪ লাখ মানুষের ভরসা এ স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে মাত্র ১ জন চিকিৎসক দিয়ে চলছে । একই অবস্থা জেলার মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর। ৩০ থেকে ৩১ চিকিৎসকের বিপরীতে ৩ জন অথবা ৪ জন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের সেবা। জনবল সংকট ছাড়াও রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব।
বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিন শত শত মানুষ এসব হাসপাতালে ভিড় করেন স্বাস্থ্য সেবা নিতে। স্বাস্থ্য বিভাগ বলছে এই মুহূর্তে জেলায় ৩১৯ চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র ৯৪ জন। বিপুল চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে জেলার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা।
মান্দা উপহজলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর ডায়রিয়া রোগে ভর্তি জুলেখা জানান, আজ ৪ দিন হলো শিশু ভালো হচ্ছে না । এখানে ডাক্তার টিকমত দেখিচ্ছে না । নার্সরা শুধু বকাঝকা করে । অপর আর এক রোগীর স্বজন জানান, ৩ দিন হলো বাচ্চার কোন উন্নতি না হওয়ায় আজ প্রাইভেট ক্লিনিকে যেতে বের হইছি ।
এ অবস্থায় বেসরকারী ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টার গুলোতে ধর্না দিচ্ছেন রোগীরা । চিকিৎসকরা বলছেন কম জনবল দিয়ে রোগীদের সুষম সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মান্দা আবাসিক মেডিকেল অফিসার ডা: তাসনিম হোসাইন আরিফ বলেন, আমরা খুব সমস্যা ফেস করছি ।নওগাঁ সদর আবাসিক মেডিকেল অফিসার ডা: আবুজার গাফফার বলেন, কম জনবল দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে তবে ট্রাবল ফিল করতে হচ্ছে ।নওগাঁর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান দেখিয়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন ২২ জন চিকিৎসক । স্থাস্থ্য বিভাগের কর্মকর্তার দাবী বাইরে থাকা চিকিৎসকদের গন্তব্য ফিরে আনা সহ শুন্যপদ পূরণে বারবার তাগাদা দেওয়া হচ্ছে । নওগাঁ জেলা সিভিল সার্জন
ডা: আমিনুল ইসলাম বলেন আমি ৭ মার্চ যোগদান করেছি তবে বিষয়টি নিয়ে উপরে কথা বলেছি ।
১১ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও জেলায় রয়েছে তৃনমুল মানুষের স্বাস্থ্য সেবার জন্য ৩০৭ টি কমিউনিটি হাসপাতাল