ক’দিন আগেই শোনা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তবে এরই মধ্যে এলো এই তারকা জুটির বিচ্ছেদের খবর। রিয়েলিটি শো কিংবা বিয়ের অনুষ্ঠান সবখানেই একসাথে দেখা যায় তাদের। বিজয় বহুবার গণমাধ্যমকে বলেছেন, তাঁরা ডেট করছেন। তারা দু’জন প্রেম সম্পর্কে আছেন এবং পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে চান। তাই সম্পর্ককের কথা কখনো গোপন রাখতে চাননি ।
সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালে বিয়ের কথা ছিল তামান্না- বিজয়ের। তার প্রস্তুতিও শুরু করেছিল এই তারকা জুটি। কিন্তু বিয়ের আগেই পথ আলাদা হল দুই তারকার!
বলিউডের একটি সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগেই তাদের সম্পর্ক ভেঙেছেন। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিতে চান না বিজয় এবং তামান্না। এখন থেকে তারা শুধুই ভালো ‘বন্ধু’।
২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না। তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।
দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।