ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
জমি বিরোধে শক্রতা

নওগাঁর মহাদেবপুরে শক্রতা করে খড়ের পালায় আগুন দিল দুর্বৃত্তরা

নওগাঁর মহাদেবপুরের পল্লীতে শক্রতা করে খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভুগী পরিবার । অভিযোগে জানা যায়, মহাদেবপুর উপজেলার চকহরিবল্লব এলাকায় পরিতোষ চন্দ্রের সাথে একই এলাকার অসিত কুমার, নিতাই চন্দ্র গংদের জমি বিরোধ ছিল । এ বিরোধে থানা ও কোর্টে একাধিক মামলা রয়েছে ।

সেই মামলার জের ধরে গত ২৩ ফেব্রুয়ারী পরিতোষের বসত সংলগ্ন একটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা । এতে মুহুর্তেই বিপুল টাকার খড় পড়ে ভস্মিভুত হয়। খবর পেয়ে দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে । পরিতোষের দাবী জমি বিবাদে শক্রতা করে আগুন দিয়েছে প্রতিপক্ষ অসিত গংরা । এ ঘটনায় মহাদেবপুর থানায় পরিতোষ বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে । তবে পুলিশের ভুমিকা নিয়ে অভিযোগ তুলেছে বাদি পরিতোষ ।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

ট্যাগস

জমি বিরোধে শক্রতা

নওগাঁর মহাদেবপুরে শক্রতা করে খড়ের পালায় আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর মহাদেবপুরের পল্লীতে শক্রতা করে খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভুগী পরিবার । অভিযোগে জানা যায়, মহাদেবপুর উপজেলার চকহরিবল্লব এলাকায় পরিতোষ চন্দ্রের সাথে একই এলাকার অসিত কুমার, নিতাই চন্দ্র গংদের জমি বিরোধ ছিল । এ বিরোধে থানা ও কোর্টে একাধিক মামলা রয়েছে ।

সেই মামলার জের ধরে গত ২৩ ফেব্রুয়ারী পরিতোষের বসত সংলগ্ন একটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা । এতে মুহুর্তেই বিপুল টাকার খড় পড়ে ভস্মিভুত হয়। খবর পেয়ে দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে । পরিতোষের দাবী জমি বিবাদে শক্রতা করে আগুন দিয়েছে প্রতিপক্ষ অসিত গংরা । এ ঘটনায় মহাদেবপুর থানায় পরিতোষ বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে । তবে পুলিশের ভুমিকা নিয়ে অভিযোগ তুলেছে বাদি পরিতোষ ।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।