নিয়ামতপুরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫০)কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল রাতে বাড়ির পাঁচির টপকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় তাকে। এরপর পরিবারের সদস্যরা শবে বরাতের নামাজ শেষ বাড়িতে এসে জখম অবস্থা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য সহ এলাকাবাসী দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন।
রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন।