ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে প্রান গেলো চাচার Logo জন্মদিনে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেত্রী সামিনা পারভিন Logo পত্নীতলায় নেচে গেয়ে সারহুল পার্বণ উদযাপন Logo রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ Logo গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: প্রধান নির্বাচন কমিশনার Logo জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল: ডিআইজি রেজাউল করিম Logo যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ Logo চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার Logo ১০০ কোটির ঘরে ‘রেইড ২’ Logo ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় শেষ সময়ে বোরো চাষে ব্যস্ত চাষিরা

নওগাঁর পত্নীতলা উপজেলায় চলছে বোরো চাষাবাদের ধুম। মাঘের শেষে চারিদিকে বীজতলায় চারা উঠানো ও জমিতে রোপণে  ব্যস্ত  সময় পার করছেন কৃষক শ্রমিকরা। বাড়িতে বাড়িতে কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা।

বোরো চাষে  দলবেধে নেমেছে পত্নীতলার কৃষক পরিবার । কৃষি শ্রমিকেরা ধান রোপণের জন্য বিঘা প্রতি ১হাজার ৪শত টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন ।

শ্রমিক আশরাফ বলেন ১৪শ টাকা চুক্তি করলেও আমরা একদিনে পাঁচশত টাকা মজুরি পাচ্ছি, বাজারের চড়া জিনিসপত্রের মূল্যে কিনতে, আমেদের বেশি লাভ থাকেনা।

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ১৯হাজার ৪৮০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ পর্যন্ত হেক্টর ৮ হাজার ৮ শত হেক্টর জমিতে চারা  রোপণ হয়েছে ধারনা করা হচ্ছে অগামী  দু’সপ্তাহের মধ্যে রোপণ শেষ হতে পারে।

এবার উপজেলায়  উফশী জাত জিরাশাইল,কাটারি,গোল্ডেন আতব, উচ্চ ফলনশীল ব্রি ৭৪, ব্রি ৮১, ব্রি ৮৮,ব্রি ৮৮,ব্রি ৮৯,ব্রি ৯০,ব্রি ৯২, ব্রি ১০০,ব্রি ১০২,ব্রি ১০৪, ব্রি ১০৫ সহ  হাইব্রিড জাতের ধান রোপন হচ্ছে ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় বোরো আবাদের জন্য কৃষকের ব্যস্ততা কেউ জমিচাষ দিচ্ছেন কেউ মাটি সমান করছেন, কেউ চারা রোপণ করছেন।
উপজেলার কাঞ্চন গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন  বলেন,  তিনি এবার ৭ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান আবাদ করছেন । গত বছরের তুলনায় খরচ বেশি হচ্ছে। একাধিক কৃষক জানায় গত বছরের তুলনায় এবার সেচ মূল্য বিঘা প্রতি ৫ শ থেকে ৭শ বেশী।

উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ সোহরাব  হোসেন বলেন ধান লাইনে লাগানো , সঠিক বয়সের চারা রোপণ করতে হবে ৩০ থেকে ৩৫ দিন বয়সের চারা রোপণ করতে হবে সর্বোচ্চ ৪৫ দিন এর এর বেশী বয়সের চারা রোপণ করা যাবে না। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।

ট্যাগস

নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে প্রান গেলো চাচার

নওগাঁর পত্নীতলায় শেষ সময়ে বোরো চাষে ব্যস্ত চাষিরা

আপডেট সময় ১২:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর পত্নীতলা উপজেলায় চলছে বোরো চাষাবাদের ধুম। মাঘের শেষে চারিদিকে বীজতলায় চারা উঠানো ও জমিতে রোপণে  ব্যস্ত  সময় পার করছেন কৃষক শ্রমিকরা। বাড়িতে বাড়িতে কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা।

বোরো চাষে  দলবেধে নেমেছে পত্নীতলার কৃষক পরিবার । কৃষি শ্রমিকেরা ধান রোপণের জন্য বিঘা প্রতি ১হাজার ৪শত টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন ।

শ্রমিক আশরাফ বলেন ১৪শ টাকা চুক্তি করলেও আমরা একদিনে পাঁচশত টাকা মজুরি পাচ্ছি, বাজারের চড়া জিনিসপত্রের মূল্যে কিনতে, আমেদের বেশি লাভ থাকেনা।

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ১৯হাজার ৪৮০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ পর্যন্ত হেক্টর ৮ হাজার ৮ শত হেক্টর জমিতে চারা  রোপণ হয়েছে ধারনা করা হচ্ছে অগামী  দু’সপ্তাহের মধ্যে রোপণ শেষ হতে পারে।

এবার উপজেলায়  উফশী জাত জিরাশাইল,কাটারি,গোল্ডেন আতব, উচ্চ ফলনশীল ব্রি ৭৪, ব্রি ৮১, ব্রি ৮৮,ব্রি ৮৮,ব্রি ৮৯,ব্রি ৯০,ব্রি ৯২, ব্রি ১০০,ব্রি ১০২,ব্রি ১০৪, ব্রি ১০৫ সহ  হাইব্রিড জাতের ধান রোপন হচ্ছে ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় বোরো আবাদের জন্য কৃষকের ব্যস্ততা কেউ জমিচাষ দিচ্ছেন কেউ মাটি সমান করছেন, কেউ চারা রোপণ করছেন।
উপজেলার কাঞ্চন গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন  বলেন,  তিনি এবার ৭ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান আবাদ করছেন । গত বছরের তুলনায় খরচ বেশি হচ্ছে। একাধিক কৃষক জানায় গত বছরের তুলনায় এবার সেচ মূল্য বিঘা প্রতি ৫ শ থেকে ৭শ বেশী।

উপজেলা কৃষি কর্মর্কতা কৃষিবিদ সোহরাব  হোসেন বলেন ধান লাইনে লাগানো , সঠিক বয়সের চারা রোপণ করতে হবে ৩০ থেকে ৩৫ দিন বয়সের চারা রোপণ করতে হবে সর্বোচ্চ ৪৫ দিন এর এর বেশী বয়সের চারা রোপণ করা যাবে না। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন হবে।