ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় বাস, মাহিন্দ্রা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯২ Time View

বরগুনার আমতলীতে বাস, মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাহেব বাজার সংলগ্ন রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমতলী উপজেলার লোদা গ্রামের হিমু আকনের সাত বছরের ছেলে আবিদ, মোটরসাইকেল চালক ডালাচোরা গ্রামের শহিদুল ইসলাম (৬০) এবং আমতলীর বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের দ্রুতগতির একটি বাস সাহেব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাহিন্দ্রাটি। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম মারা যান।

আহত অবস্থায় মাহেন্দ্রের যাত্রী শিশু আবিদকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাহার গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

বরগুনায় বাস, মাহিন্দ্রা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বরগুনার আমতলীতে বাস, মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাহেব বাজার সংলগ্ন রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমতলী উপজেলার লোদা গ্রামের হিমু আকনের সাত বছরের ছেলে আবিদ, মোটরসাইকেল চালক ডালাচোরা গ্রামের শহিদুল ইসলাম (৬০) এবং আমতলীর বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের দ্রুতগতির একটি বাস সাহেব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাহিন্দ্রাটি। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম মারা যান।

আহত অবস্থায় মাহেন্দ্রের যাত্রী শিশু আবিদকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাহার গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।