ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় শিক্ষা কর্মকর্তাকে কলেজ শিক্ষকের হুমকি, অডিও রেকর্ড ফাঁস

নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে।

এ ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অডিও রেকর্ড অনুযায়ী, নজরুল ইসলাম বাচ্চু বলেন, শিক্ষা কর্মকর্তা তার কলেজে এসে ল্যাব পরিদর্শন করেছেন এবং তাকে খুঁজেছেন, যা তাকে ক্ষুব্ধ করেছে। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার হিসেবে পরিচয় দেন এবং বলেন, তিনি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে ব্যবস্থা নেবেন।

শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন নির্দেশে তিনি গত ২৯ জানুয়ারি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজে ল্যাব পরিদর্শনে যান এবং পরিদর্শনের রিপোর্ট পাঠিয়ে দেন। এরপরই সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু তাকে ফোন করে হুমকি দেন ও গালিগালাজ করেন। শিক্ষা কর্মকর্তা বলেন, এই বয়সে এসে এমন অপমানজনক পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবেননি এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, কলেজ শিক্ষক নজরুল ইসলাম বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, সেদিন তিনি অসুস্থ থাকায় কলেজে যাননি। পরে সহকর্মীদের কাছ থেকে শুনে ক্ষুব্ধ হয়ে শিক্ষা কর্মকর্তাকে ফোন দেন। তিনি দাবি করেন, শিক্ষা কর্মকর্তা তার সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই তিনি রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এটি তার কথার ধরন মাত্র, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।

এদিকে, সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি ও গালিগালাজের ঘটনায় স্থানীয় শিক্ষা বিভাগে উত্তেজনা ছড়িয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  শিক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন, একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া প্রশাসনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং এটি শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা চান, এ ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।  

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বাচ্চুর সমর্থকেরা বলছেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ঘটনা মাত্র, যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

ট্যাগস

নওগাঁয় শিক্ষা কর্মকর্তাকে কলেজ শিক্ষকের হুমকি, অডিও রেকর্ড ফাঁস

আপডেট সময় ০৭:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে।

এ ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অডিও রেকর্ড অনুযায়ী, নজরুল ইসলাম বাচ্চু বলেন, শিক্ষা কর্মকর্তা তার কলেজে এসে ল্যাব পরিদর্শন করেছেন এবং তাকে খুঁজেছেন, যা তাকে ক্ষুব্ধ করেছে। তিনি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার হিসেবে পরিচয় দেন এবং বলেন, তিনি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে ব্যবস্থা নেবেন।

শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন নির্দেশে তিনি গত ২৯ জানুয়ারি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজে ল্যাব পরিদর্শনে যান এবং পরিদর্শনের রিপোর্ট পাঠিয়ে দেন। এরপরই সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু তাকে ফোন করে হুমকি দেন ও গালিগালাজ করেন। শিক্ষা কর্মকর্তা বলেন, এই বয়সে এসে এমন অপমানজনক পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবেননি এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, কলেজ শিক্ষক নজরুল ইসলাম বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, সেদিন তিনি অসুস্থ থাকায় কলেজে যাননি। পরে সহকর্মীদের কাছ থেকে শুনে ক্ষুব্ধ হয়ে শিক্ষা কর্মকর্তাকে ফোন দেন। তিনি দাবি করেন, শিক্ষা কর্মকর্তা তার সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই তিনি রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, এটি তার কথার ধরন মাত্র, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।

এদিকে, সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি ও গালিগালাজের ঘটনায় স্থানীয় শিক্ষা বিভাগে উত্তেজনা ছড়িয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  শিক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন, একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া প্রশাসনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং এটি শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা চান, এ ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।  

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, শিক্ষাঙ্গনে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বাচ্চুর সমর্থকেরা বলছেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ঘটনা মাত্র, যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।