রাষ্ট্রদ্রোহ মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
আজ সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
এর আগে এ মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় (কজলিস্টে) ছিল।
আবেদনের বিষয়ে আজ চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আরও বলেন, এ সংক্রান্ত বিষয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) জামিন আবেদন শুনানির জন্যে উপস্থাপন করা হতে পারে।