এবার ধূমপান ত্যাগ করার কথা জানিয়েছেন আমির খান। শুক্রবার (১০ জানুয়ারি) ছেলে জুনাইদ খানের প্রথম ছবি ‘লভিয়াপা’-র ট্রেলার প্রকাশের দিন এ কথা জানান ‘মিস্টার পারফেকশনিস্ট’।
অনেক দিন ধরেই ধূমপানের অভ্যাস ত্যাগ করার কথা ভাবছিলেন উল্লেখ করে আমির খান বলেন, ‘জুনাইদের ক্যারিয়ার শুরু হচ্ছে, আর আমি একজন বাবা হিসেবে অনুভব করলাম, এটা ত্যাগ করার সময় এসেছে। আমি মনে মনে ঠিক করেছিলাম—ছাড়ব। ছবিটা সফল হোক বা না হোক, এটা আমার ছেলের জন্য আমার উপহার। যদি আমার ত্যাগটা কোথাও গিয়ে কিছু ভালো কাজ করে, সেটাই হবে আমার প্রাপ্তি।’
যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তাদেরকেও ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তিনি বলেন, ‘আর যারা দেখছেন বা শুনছেন, তাদেরও বলতে চাই, দয়া করে এটা বন্ধ করুন।’
অভিনেতা বলেন, ‘আমি এই সিদ্ধান্ত শুধু ছেলের জন্য নয়, নিজের জন্যও নিয়েছি। এই অভ্যাসটা ছাড়া খুব কঠিন, কিন্তু একবার যখন মন থেকে ঠিক করলাম, তখন সেটা সম্ভব হবে বলেই মনে করছি।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘ধূমপান ছাড়ার পরে আমার নিজেকে গর্বিত বাবা বলে মনে হচ্ছে।’
এর আগে গত বছরের ২ নভেম্বর নিজের ৫৯তম জন্মদিনে বলিউড বাদশা শাহরুখ খান ধূমপান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, একটা সময় তিনি দিনে ১০০ সিগারেট খেতেন।