নওগাঁর রাণীনগরে চাঁদাবাজি মামলায় মো. বাদশা (৪৪) নামে এক ইউনিয়ন কৃষকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামের মৃত দিলবরের ছেলে। তিনি একডালা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার চকারপুকুর বিষঘরিয়া গ্রামের আলমগীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে দুই লাখ টাকা নিয়ে আলমগীরকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদি হয়ে এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা দায়ের করে।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাদশাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।