ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন চায় বিএনপি

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৫৯৮ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুনের মধ্যে আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে— অন্তর্বর্তী সরকারের একটি অংশ ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এই অবস্থায় বিএনপি শিগগিরই নির্বাচনের প্রস্তুতি নিতে এবং এই দাবি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলটির নেতারা বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, তা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ ছাড়া কিছুই নয়। বিএনপির দাবি— অন্তর্বর্তী সরকারের উচিৎ স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রেখে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি শিগগিরই সভা, সেমিনার ও অন্যান্য কর্মসূচি আয়োজন করে এই দাবিকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠকের বিস্তারিত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হবে।

ট্যাগস

চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন চায় বিএনপি

আপডেট সময় ১০:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুনের মধ্যে আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মতে— অন্তর্বর্তী সরকারের একটি অংশ ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এই অবস্থায় বিএনপি শিগগিরই নির্বাচনের প্রস্তুতি নিতে এবং এই দাবি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলটির নেতারা বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, তা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ ছাড়া কিছুই নয়। বিএনপির দাবি— অন্তর্বর্তী সরকারের উচিৎ স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রেখে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি শিগগিরই সভা, সেমিনার ও অন্যান্য কর্মসূচি আয়োজন করে এই দাবিকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠকের বিস্তারিত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হবে।