কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনায় থাকেন দক্ষিনী তারকা প্রভাস। বিশেষ করে অভিনেতার বিয়ের প্রসঙ্গে নেটিজেনদের চর্চা বরাবরই তুঙ্গে। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।
এমনকি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি প্রভাস। বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস।
প্রভাসের সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন। তবে অপেক্ষার পালা বোধ হয় শেষ হতে চলেছে। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা!