ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস!

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৫৮৭ Time View

কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনায় থাকেন দক্ষিনী তারকা প্রভাস। বিশেষ করে অভিনেতার বিয়ের প্রসঙ্গে নেটিজেনদের চর্চা বরাবরই তুঙ্গে। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।

এমনকি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি প্রভাস। বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস।

প্রভাসের সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন। তবে অপেক্ষার পালা বোধ হয় শেষ হতে চলেছে। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা!

সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
রাম চরণ বলেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে।এরই মধ্যে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা।
ট্যাগস

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস!

আপডেট সময় ০২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনায় থাকেন দক্ষিনী তারকা প্রভাস। বিশেষ করে অভিনেতার বিয়ের প্রসঙ্গে নেটিজেনদের চর্চা বরাবরই তুঙ্গে। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।

এমনকি একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি প্রভাস। বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস।

প্রভাসের সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসারী হয়েছেন। তবে তিনি এখনো সিঙ্গেলই রয়ে গেছেন। তবে অপেক্ষার পালা বোধ হয় শেষ হতে চলেছে। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা!

সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
রাম চরণ বলেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে।এরই মধ্যে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা।