ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করলেন গায়ক আরমান মালিক

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৫:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৫৯৭ Time View

বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি।আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’

২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি।আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’।বিয়ের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি নবদম্পতির জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা।

ট্যাগস

বিয়ে করলেন গায়ক আরমান মালিক

আপডেট সময় ০৫:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের বান্ধবী ফ্যাশন ডিজাইনার আশনা শ্রফকে বিয়ে করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের এ সুখবর দিয়েছেন নবদম্পতি।আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে করলেন এ দম্পতি।বিয়ের ছবি শেয়ার করে আরমান ক্যাপশনে লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)।’

২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন এ দম্পতি।আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বনা লেনা’।বিয়ের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি নবদম্পতির জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা।