বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনয়ের পাশাপাশি গানের দুনিয়াতেও তার দক্ষতা প্রমাণ করেছেন। তাহসান ও মিথিলার সঙ্গে তার গাওয়া একটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তাছাড়া, নাচেও তার দক্ষতা রয়েছে।
সম্প্রতি, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতান তাসনিয়া ফারিন।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়ার নাচের ভিডিও ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।ভিডিওতে দেখা যায়, কালো জিন্স এবং হাই হিল পরিধান করে তিনি গানের তালে তালে মঞ্চে নাচছেন। তবে, তার পোশাক নিয়ে কিছু নেটিজেন সমালোচনা করেছেন। একজন কমেন্ট করেছেন, “নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে, তত তাদের পোশাক ছোট হতে থাকে।”
অন্য একজন লিখেছেন, “তার জনপ্রিয়তা নষ্ট করেছে সে নিজেই।” আরেকটি মন্তব্যে বলা হয়, “কাপড় আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তবে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে।”২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় পা রাখেন তাসনিয়া। মায়ের ইচ্ছাতে অভিনয় শুরু তার।২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় ফারিণকে।