খাদ্য নিরাপত্তা বাড়াতে সৌদি আরব থেকে চার লাখ টন সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে দুই বছর মেয়াদী চুক্তি করা হয়েছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) জানিয়েছে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য সৌদি আবর থেকে এসব সার আদমানি করা হবে।
দ্রুত নগরায়ণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষিজমি হ্রাসের মধ্যে দেশটি ক্রমবর্ধমান খাদ্য চাহিদার মুখোমুখি হওয়ায় কর্মকর্তারা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন।বিএডিসি গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে সার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।বিএডিসির মহাব্যবস্থাপক আহমেদ হাসান আল-মাহমুদ আরব নিউজকে বলেছেন, ভালো মানের সার ফসলের উৎপাদন বাড়িয়ে ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সার আমাদের উৎপাদনশীলতা বহুগুণে বাড়াতে সাহায্য করে খাদ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করবে।চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর, ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত)। কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও বাংলাদেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানিয়েছে।
আল-মাহমুদ বলেন, সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন সার কোম্পানি আমাদের কৃষকদের জন্য প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দিয়েছে। গড় বাজার মূল্যের তুলনায় প্রতি টন সারের দাম দুই ডলার কম হওয়ায় বাংলাদেশ সাম্প্রতিক চুক্তি থেকে আরো বেশি লাভবান হবে।এটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করবে বলে জানান আল-মাহমুদ। বাংলাদেশ চীন এবং মরক্কো থেকেও সার আমদানি করে।
খবর: আরব নিউজ