ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিয়ে না, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা Logo পোড়া অফিস দেখে বিমর্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ Logo দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী Logo চোখের জলে নয়নকে বিদায় জানালো ফায়ার সার্ভিস Logo ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি Logo সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ Logo কুষ্টিয়া ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার Logo কিশোরগঞ্জে খেজুরের রস পান করে ‘জয় বাংল’ স্লোগান, কারাগারে ১৫ যুবক Logo সচিবালয়ে আগুন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয় তলা

কিশোরগঞ্জে খেজুরের রস পান করে ‘জয় বাংল’ স্লোগান, কারাগারে ১৫ যুবক

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ১২:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৫৯০ Time View

নেত্রকোণা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার সকালে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে প্রথমে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।আটককৃতরা হলো– নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)।

এ ছাড়া আটকদের মধ্যে এক কিশোর রয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। আজ বুধবার ভোরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসে। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’’, ‘‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’’, ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ বলে স্লোগান দিতে থাকে।

এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে আসে।’ওসি আরও বলেন, ‘পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’তবে, কী মামলায় ১৫ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে তা বলেননি ওসি শাখাওয়াৎ হোসেন।

ট্যাগস
সর্বাধিক পঠিত

বিয়ে না, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে খেজুরের রস পান করে ‘জয় বাংল’ স্লোগান, কারাগারে ১৫ যুবক

আপডেট সময় ১২:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার সকালে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে প্রথমে তাদের আটক করে স্থানীয়রা। পরে খবর দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।আটককৃতরা হলো– নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)।

এ ছাড়া আটকদের মধ্যে এক কিশোর রয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শীতকাল আসলেই বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে আসে মানুষজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। আজ বুধবার ভোরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসে। খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’’, ‘‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’’, ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’ বলে স্লোগান দিতে থাকে।

এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে আসে।’ওসি আরও বলেন, ‘পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিক থানায় নিয়ে আসে। পরে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’তবে, কী মামলায় ১৫ যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে তা বলেননি ওসি শাখাওয়াৎ হোসেন।