বাংলাদেশে ব্যস্ত সময় কাটছে পাকিস্তানের সুফি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণও এই গায়ক।
বাংলাদেশে আসার পর থেকেই এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ রাহাত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার এক সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।
বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে রাহাত যোগ করেন ‘বাংলাদেশে আমার ভাই-বোনেরা বাস করে। তাই আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করছি।’